আমাদের সম্পর্কে:
আমরা ” অনন্যা – Ananya ”
ওয়েবসাইট: ananyabd.com
ফেসবুক পেজ: facebook.com/ananya.sbj
আমার উদ্যোক্তা জীবনের জন্ম ২০২০ সালে।
ওই প্যান্ডামিকে স্কুল কলেজ, সকলের জীবন যখন ঘরের গন্ডিতে আটকে গেলো , তখন আমরা বেরিয়ে আসলাম।
অনেক ডিপ্রেশন , হতাশা কাজ করছিল ওই টাইমে, লাইফের গোল আসলে কি, গোল খুঁজতে খুঁজতে গোলক ধাঁধায় পড়ে গেলাম। ঠিক ওই সময় একটা স্বপ্ন আমাকে হাতছানি দিলো। এই ক্রান্তিলগ্নে মানুষের বিভিন্ন খাঁটি এবং বিশুদ্ধ পন্যের প্রয়োজন।
মানুষ কে বাঁচতে হলে তাদের ইমিউনিটি সিস্টেম গ্রো করা করাটা একান্ত প্রয়োজন। ঠিক ওই চিন্তা থেকেই আর কিছু না ভেবেই কাজ শুরু করলাম খুব ছোট্ট করে।
তবে সৃষ্টিকর্তার অশেষ কৃপা আর শত শত মানুষের ভালবাসায় “অনন্যা – Ananya” একটু একটু করে এখন এগিয়ে যাচ্ছে এক সম্ভবনার পথে।